পাচদিন মেহমানদারীর কাজ

সকাল বিকাল কাজ করতে করতে

আমার হাতের চামড়া জ্বলে

আমার হাতের চামড়া কাটে

তবুও মেহমানের সাথে

কথা বলি হাসিমুখ

অন‍্য কারো মত আমি

থাকতে পারি না গোমড়া মুখে।।

মেহমান আসলে ঘরে

আমি হই খুবই ব‍্যস্ত

কখন তাদের দিব  খেতে

আছে খাবার ঘরে যত।।

খাবার ঢেকে রাখি না

অন‍্য কারো মত।।


আমার কাছে সবাই সমান

হোক সে ভাই বোন ননদ দেবর


মুখ দেখে কখনো আমি

 করি না কারো সমাদর

দুই চোখে দেখি না

অন‍্য কারো মত।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ