ভাইয়ের বাসায় দাওয়াত ছাড়া

অন‍্য সময় যায় না যাওয়া

অন‍্য সময় যায় না থাকা

ভাইয়ের বাসায় থাকা যায়

শুধু চার থেকে পাচ ঘন্টা।।

দাওয়াত ছাড়া অন‍্য সময় গেলে

নুডুলস খাওয়াইয়া দেয় বিদায়

খাবার খেতে সাধে না

থাকার কথা বহু দুরে।।

অথচ বোনের বাসায় আসলে

বোন কয়েক রকম নাস্তা দেয়

মজার মজার খাবার  সাধে

হাজার বার থাকতে সাধে।।

বোনের সমাদরে হেলার পিছে

আছে ভাই য়ের চাকরির দাপটজ্ঞজগ্ল

ভাইয়ের দাপটিনিও ছাড়ে না

সেই সুযোগ  লাগাতে কাজে।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ