যখন মানুষের অন্তর 

 হয় ভালোবাসা শূন‍্য

 সে ধারণ করে  আকার

দানবের রূপ তো।।

ভালোবাসা  হারিয়ে মানুষ 

হারায় মানবতা 

হারায় মায়া মমতা

তার কাজ হলো তখন

শুধুই আধিপত‍্য তৈরি করা।।

কেউ পারে না বিশ্বাস করতে

ভালোবাসা হারায় না

ভালোবাসা স্বয়ং বিধাতা


বিশ্বাসের কাজ হলো

মনে ভালোবাসা তৈরি করা।।

মানুষের মতো বাচতে হলে

ভালোবসো নিজেকে

ভালোবাসো মানুষকে

ভালোবাসার কাজ হলো 

নিজেকে মানুষ তৈরি করা।।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ