যে মানুষেরা ভালোবাসে মানুষকে

সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে

সেই মানুষেরা ভালোবাসতে পারে 

সব মানুষকে সমানভাবে।।

নিখুত ভালোবাসায় 

থাকে না এই বিবেচনা

 মানুষটির আছে কিনা 

ধন সম্পদ আর খ‍্যাতি।।

ভালোবাসার বড়ই অভাব

সমাদর যায় দেখা যায়

যাকে লোক দেখানো কয়

তাতে ভালোবাসার নেই ছোয়া।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ