তোমার ঘর হবে স্বর্গ

যদি মায়া মমতায় 

রাখো পরিবার পূর্ণ।।

ভালোবাসতে পয়সা লাগে  না

লাগে শুধু পবিত্র মন একটা

ভালোবাসতে পারে তারা যাদের রিপু দমিত

ভালোবাসতে পারে না  যাদের রিপু জাগ্রত।।

স্বার্থ ত‍্যাগ যে ভালোবাসা

স্বার্থ  রাখা যে ঘৃণা হেলা

মনের ব‍্যথা বুঝার নাম হলো ভালোবাসা

কজনে বুঝি আমরা স্বজনের মনের ব‍্যথা।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ