যে সংসারে থাকে বেশি

টাকাপয়সার চেয়ে

মানুষের মূল‍্য 

সে সংসারের ভাললোবাসা

হয় পবিত্রহয় পবিত্র

সংসার দোযখ

সংসার বেহেশত

সংসার হলো বিচারের মাঠ

এই সংসারে হলে অবিচার

ইহকালে পরকালে 

হবে না তার কোন ছাড়।।

যে সংসারে থাকে বেশি

মানবতার খাতিরে 

মানুষের কদর

সে সংসারের ভালোবাসা 

হয় নির্ভেজাল নির্ভেজাল।।

যে সংসারে থাকে বেশি

বড়দের প্রতি

ছোটদের শ্রদ্ধা

সে সংসারে থাকে গুরুজনের

প্রকৃত ভালোবাসা।।


ভালোবাসায় ভরা।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ