সময় থাকতে 

নতুন বাবামায়েরা

সন্তানের প্রতি তোমরা

দাও ভালোবাসা দাও ভালোবাসা।।

যদি সন্তানকে চাও

বড় কিছু বানাতে

নম্র ভাষায় তাদের সাথে

কথা বলো কথা বলো।।

বাবা মা কথায় কথায় বলে

সন্তান কথা শুনে না

না শুনিলে সন্তান কথা

বাবা মা হয় ব‍্যর্থ এখানে।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ