কেউ ছাদ থেকে পড়ে
আত্মহত্্যা করতে
কেউ ছাদ থেকে পড়ে
দূর্ঘটনার কারণে
কলুষিত মনের মানুষেরা
দূর্ঘটনাকে বানায় আত্মহত্যা।।
মরার আগে মানষেরা
মিথ্যা কথা বলে না
সেই মানুষের কথাকেও
মানুষ বিশ্বাস করে না।।
সত্য মিথ্যার পার্থক্য
মানুষ যদি না বুঝে
তারা কি চলতে পারে
সঠিক সুন্দর পথে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন