মানসিক হাসপাতালের ডিজাইন
যাতে না হয় কারাগারের মতন
কারাগারে বন্দী রেখে
হয় কি রোগের সুচিকিৎসা
ঘুরে ঘুরে দেখে আসুন
হাসপাতালের অবস্হা।।
হাসপাতালের পরিবেশ
কর্মমুখর হয় যেনো
যে রোগী যেকাজ জানে
ওষুধ সেবনের পাশাপাশি
সে যেন থাকে কাজে ব্যস্ত।।
মানুষ কি পেতে পারে
কাজ ছাড়া সুস্থতা
মানসিক রোগীর থাকে
কাজ করার দক্ষতা।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন