মানসিক রোগীর সংখ্যা
বাড়ছে দিনে দিনে
মানসিক হাসপাতালে
ঔষধে রোগটি হয় না নির্মূল
চিরতরে চিরতরে।।
এই রোগ জন্মগত রোগ নয়
তরতাজা তরুণ তরুণীরা
হচ্ছে এই রোগে আক্রান্ত
সরকারের নেই ভাবনা
কিভাবে তারা হবে সুস্থ।।
এই রোগের নেই সুচিকিৎসা
সারা বিশ্বে বিশ্বে
বাংলাদেশ দৃষ্টান্ত রাখুক
এই রোগে নিরাময় করে।।
কত মেধাবী ছাত্ররা
ভুগছে মানসিক হাসপাতালে
নিচ্ছে না সঠিক পদক্ষেপ
সুস্থ করতে তাদেরকে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন