প্রেমের বিয়ে ভাঙ্গা
দেই একটি উদাহরণ
বয়সে পাত্র পাত্রীর
ব্যবধান দশ বছর
পাত্রীর কথাই একটা
তার মতো ভালো পাত্র
হয় না যে দ্বিতীয়টা।।
বিয়ের পর পাত্রী দেখে
তার মনের মত পাত্র
বোনের কথায় উঠে বসে
তার কথা আর শুনে না।
পাত্রের একটি বোন
ঘরে থেকে জ্বালায়
আর একটি বোন
পাত্রকে ফোনে চালায়
এই হলো পাত্রীর
মনের মত পাত্র।।
বিয়ের পর পাত্রী দেখে
একটি বোন ঘরে জ্বালায়
আরেকটি বোন ফোনে ফোন
চাবিকাঠি ঘুরায়।।
পাত্রী পড়ে দুশ্চিন্তায়
যে পাত্রের নেই ব্যক্তিত্ব
তার সাথে আর কি রাখা যায়
সুসম্পর্ক সুসমমম্পর্ক
এভাবেই বোনদের পরামর্শে
সম্পর্ক হয় ভঙ্গ ভঙ্গ।।
শেষে বোনদের ষযন্ত্রে
সম্পর্ক হয় ভঙ্গ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন