সন্তান প্রতিবাদ করলে
বড়রা বলে একটি কথা
সন্তান হয়েছে বেয়াদব
সে মুখের উপর কথা বলে।।।
বাবা মায়েরা বাবা মায়েরা
মনের কথা বুঝে না বলে
সন্তানের বড় কষ্ট মনে
এভাবে না বুঝিলে কথা
দূরত্ব বাড়তে থাকে
সন্তান বাবামায়ের মাঝে।।
কেউ বুঝে না কারো কথা।।
একটুতেই অস্থির হয়ে
যে বড়রা মাথা গরম করে
সেই বড়রাই বলে আবার
সন্তানদের স্থির থাকিতে।।
কিভাবে সন্তানরা পারবে
বড়দের কথা মানতে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন