ডিভোর্স একটি সামাজিক ব্যাধি
ডিভোর্স একটি পারিবারিক ব্যাধি
ডিভোর্স একটি মানসিক ব্যাধি
কারণে অকারণে ঘটছে
ডিভোর্সের ঘটনা।।
১ ভাগ বিয়ে ভাংগছে
যৌক্তিক কারণে
৯৯ ভাগ বিয়ে ভাংছে
অযৌক্তিক কারণে।।
এ ব্যাধি দূর করতে হলে
আইন শক্ত হতে হবে
তা না হলে এসব ব্যাধি
যাবে সমাজে ছড়িয়ে।।
ডিভোর্স পত্র হাতে পেয়ে
যারা চুপচাপ থাকে
মান সম্মানের ভয়ে
তারা কষ্ট সহ্য করে।।
যারা ডিভোর্স দেয়
তাদের থাকে হাজার দোষ
তারা নিচু মনের মানুষ
তাদের দোষে অন্য পক্ষ
ভুগবে কেন
নীরব যন্ত্রণায়।।
ডিভোর্সদাতা হচ্ছে
সমাজের নিরব ঘাতক
এই ঘাতকে হাত থেকে বাচতে
আদালতের নিতে হবে
কঠোর শাস্তির পদক্ষেপ।।
অন্যের জীবন নিয়ে
ছিনিমিনি খেলা হচ্ছে
ডিভোর্সদাতার কাজ।
আ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন