সন্তান আয় করিলে

সবাই বলাবলি করে

সন্তান মানুষ হয়েছে

এটা  কিভাবে হলো

মানুষ হবার সংজ্ঞা।।

মানুষ হবার সংজ্ঞা যদি 

হয় অর্থ উপার্জন 

বাবা মায়ের কাছ থেকে

কি আর হবে শিক্ষণ।।


উঠতে বসতে খেতে

বাবা মায়ের 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ