আজকালের প্রেমের বিয়ে
ভাঙ্গে কেন ঘরে ঘরে
আসুন আমরা জানি সবাই
প্রেমের বিয়ের চরিত্র।।
এই বিয়েতে থাকে না কোন
বাস্তবতার চিহ্ন
এই বিয়েতে থাকে শুধু
আবেগের মূল্য।।
পাত্র পাত্রী ভাবে না কোন
কেমনে সংসার করবে
ভাবনা একটাই তাদের
পেতে হবে দুজন দুজনাকে।।
বিয়ের পর তারা ফিরে
বাস্তবতার জগতে
নতুন করে তারা ভাবে
সম্ভব না থাকা একসাথে।।
অভিভাবকের মত ছাড়া
তারা হাটে তালাকের পথে
কারণ তালাক শব্দটি
ব্রেক আপের মত সস্তা যে।।
সবার জন্য সতর্কবাণী
কেউ করো না প্রেমের বিয়ে
কারণ তোমরা ছেলেমেয়েরা
বুঝো না প্রেমের মূল্য।।
এই বিয়েতে অল্প টাকায়
কাবিননামা লেখা হয়
বিয়েতে খরচ করে
যে টাকার উসুল দেখানো হয়
তারপর আর বাকিথাকে না
দপক্ষের মাঝে লেনদেন
সহজে ডিভোর্স হয়ে যায়
সামান্য দোষ দেখিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন