বার বার পাতলা পায়খানা হলে মানুষ বুঝতে পারে তার ডায়রিয়া হয়েছে।

আবার ডায়রিয়া হলে জরুরীভাবে স‍্যালাইন খেতে হয় তা ও মানুষ জানে।

কিন্ত মানসিক রোগ বলে যে একটা রোগ আছে সে সম্পর্কে মানুষের কোন ধারণাই নেই।

আর মানসিক রোগের জরুরী  চিকিৎসার জন‍্য  যে কাউন্সেলিং চিকিৎসা পদ্ধতি আছে  সে সম্পর্কে ও মানুষের কোন ধারণা নেই।

একমাত্র অজ্ঞতার কারণে মেধাবী তরুণ তরুণীরা মারাত্মক মানসিক রোগীতে পরিণত হচ্ছে।

ছোটবেলার সেই ফুটফুটে চঞ্চল চেহারাটা ফিরিয়ে আনো


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ