সরিষার তেল দিয়ে রান্না তরকারি
খাওয়া যাচ্ছে না
দুই সপ্তাহ ধরে সরিষার তেলে ভেজাল পাওয়া যাচ্ছে। এই তেল দিয়ে তরকারি রান্নার ফলে তরকারি হচ্ছে স্বাদহীন তিতা।ভালো সরিষার তেলের খোজে এক মার্কেট থেকে অন্য মার্কেটে যাওয়া হচ্ছে কিন্তু কোথাও খাওয়ার উপযোগী সরিষার তেল পাওয়া যাচ্ছে না। কি হবে এখন?সরিষার তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়---ডাক্তাররা বলেন।
কারা খাবারে ভেজাল মিশায়। নিশ্চয়ই কোন মানুষ। এই মানুষের কি শরীর নেই? শরীরী মানুষের জীবনে অবশ্যই কিছু না কিছু কষ্ট থাকবেই।এই কষ্ট আরো বেড়ে তিনগুণ হবে যারা খাবারে ভেজাল মিশায়।শান্তিপৃর্ণভাবে নিজের জীবন চালাতে হলে অন্যের জীবনে শান্তি দিতে হবে।যাই হউক যারা নিজের জীবনে শান্তি চায় না খাবারে ভেজাল মিশিয়ে অন্যের জীবন অশান্তিতে ভরে দিতে চায় তাদের ধরার জন্য প্রতিটি এলাকায় এলাকায় খাদ্য পরীক্ষক নিয়োগ করা দরকার যাতে ডাকলেই তাদের হাতের কাছে পাওয়া যায়।
স্বামীর কাধে মামলা ঝুলিয়ে স্ত্রীর
সংসার
স্বামী স্ত্রী দুজনেই গার্মেন্টস কর্মী। দেখেশুনে বিয়ের পর স্বামী স্ত্রীর সাথে সংসার করতে চান না কোন কারণ ছাড়াই। বাসর রাত থেকেই অবহেলা।ঘরে থাকে না।স্ত্রী এখন কি করবে? স্বামীর অবহেলা সহ্য করেই স্বামীর ঘরে আছে এই আশায়---- হয়তো একদিন স্বামী স্ত্রীকে ভালোবাসবে। কিন্তু আর কতদিন? স্ত্রীর মা বাবার কথা----দেড় লাখ টাকার যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছি।আমাদের মেয়েকে যদি মেয়ে জামাইয়ের ভালো না লাগে তাহলে আমাদের টাকা ফেরত দিক।বিয়ে ভাংগা হউক। এখন মেয়ে জামাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করার পর মেয়েজামাইকে আদালত নির্দেশ দিয়েছে, হয় সংসার করো, না হয় তাদের টাকা ফেরত দিয়ে স্ত্রীকে ডিভোর্স দাও।আদালত আরো বলেছে, আপাতত তিনমাস শুধু স্বামী স্ত্রী আলাদা একটি বাসায় থাকবে। ঝগড়া সৃষ্টিকারী অন্য কোন সদস্য তাদের সাথে থাকতে পারবে না যেমন মা, বোন।
এখন আদালতের শর্তে মেয়েটির স্বামী রাজী হয়েছে। কারণ শ্বশুরপক্ষের কাছ থেকে পাওয়া যৌতুকের টাকা ফেরত দেয়ার সামর্থ্য স্বামীর নেই। স্বামীর বিরুদ্ধে মামলা আছে। শ্বশুর পক্ষ এখনো মামলা উঠায় নি। মাত্র বিশ দিন হলো তারা একসাথে থাকা শুরু করেছে। এখন কথায় কথায় স্বামী তার স্ত্রীকে বলে, আমার বিরুদ্ধে মামলা উঠিয়ে নাও। তখন স্ত্রী বলে, তুমি ঠিকমতো চললে মামলা নিজে নিজেই উঠে যাবে। মামলা নিয়ে চিন্তা করার দরকার নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন