ক্লাসনির্ভর শিক্ষা

শিক্ষা হওয়া উচিত ক্লাস নির্ভর। শিক্ষককদের বাড়তি আয়ের ব্যবসা করার নাম কি শিক্ষা?এই যদি শিক্ষা,তারপর শিক্ষার্থীরা মানসিক ও শারীরিক সুস্হতা নিয়ে বড় হতে।পারবে না।কারণ শিক্ষার্থীরা বিশ্রামের সময় পায় না।

কথায় কথায় দোষ

বড় মেয়ে জিলাপী খাওয়ার সময় তার বাবা  বলে, "এই তুমি জিলাপী খেয়ো না, তোমার গ্যাস্ট্রিক আছে।" এই কথা শুনে মেয়েটি রাগে তার বাবাকে বলছে," তোমার ছেলে কোন খাবার খেতে নিলে তুমি নিষেধ করো না, ওর ও পেটের সমস্যা আছে। তোমার মনে দোষ আছে।"

ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত

মেডিকেলের প্রথম বর্ষের ছাত্ররা প্রথম দিনেই ছাত্র রাজনীতির খারাপ দিকের অভিজ্ঞতা অর্জন করল। তারা হলে যেতে না যেতেই রাজনীতির দুটো দল তাদের নিজ দলে নেওয়ার জন্য  জোর চেষ্টা  চালিয়ে গেল আর বলে গেল রাজনীতি করতেই হবে, নিরপেক্ষ থাকা যাবে না।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ