কোন সিলেবাস বইয়ের প্রয়োজন নেই
শিক্ষার্থীদের হাতে সিলেবাস বই ধরিয়ে দিয়ে শিক্ষকেরা নিশ্চিন্ত থাকে।ক্লাসে সিলেবাস শেষ করা হউক বা না হউক সে ব্যাপারে বেশির ভাগ শিক্ষকের মাথা ব্যথা নেই। সিলেবাস বই শিক্ষার নষ্টের মূল।ক্লাসে যতটুকু পড়ানো হবে ততটুকুই সিলেবাআস হওয়া উচিত।
তোর বউয়ের প্লান যে এখানে আমি একা একা ঈদ করি।
আমাকে এসব ভেজালে জড়াবেন না।
বড় ভাই কেন গ্রামে ঈদ করতে পারল না
গ্রামে বড় ভাইয়ের নিজের ঘর নেই। সবসময় ঈদ করার জন্য ছোট ভাইয়ের ঘরে উঠে।এবার বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের অনেক রাগ।বড় ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে।এমন কি বড় ভাইকে গ্রামে ঈদ করতে একবারও সাধে নি। শেষ পর্যন্ত বড় ভাইয়ের গ্রামে ঈদ করা হলো না।
প্রতিবাদের গর্জন
এক মেয়ে তার মাকে বলছে, আমরা যে খাবার ব নাস্তা তোমার ভাই বা আমার মামার বাসায় নিয়ে যাচ্ছি সে খাবার তুমি নিজ হাতে আমাদেরকে বেড়ে দিবে। দেখো না?তোমার ভাই কি করে?। যখন মামা কোন খাবার আমাদের বাসায় নিয়ে গে যায় সে খাবার নিজ সন্তানদেরকে বেড়ে দেয়।এই অবহেলা আর সহ্য করা যায় না।
এটা কোন রোগের লক্ষণ
মিস্টি জাতীয় খাবার খাওয়ার পর অনেকের মাথা ঘোরাতে থাকে। এটা কি উচ্চ রক্তচাপের লক্ষণ?
এত গরমে লোডশেডিং
লোডশেডিং হলে উচ্চ রক্তচাপ রোগীর কি অবস্হা হবে যাদের IPS, Generator নেই।
মাথা তিনটি কারণে ঘুরায়
বিছানায় শুইতে গেলে মাথা ঘুরায়।বেশি গরমে মাথা ঘুরায়।হৈ চৈ শুনলে মাথা ঘুরায়।
ব্রেইনের ব্যস্ততা
ব্রেইন অবসর থাকতে চায় না।কারো ব্রেইন ব্যস্ত থাকে মানুষকে অপমান করার চিন্তায়, কারো ব্রেইন ব্যস্ত থাকে রান্না করার চিন্তায়, আমার ব্রেইনটা বর্তমানে ব্যস্ত এই চিন্তায় কিভাবে বারান্দা সাজানো যায় ঝোপড়া গাছ দিয়ে।
সারা বছর দুধ চিতই পিঠা
বাংলাদেশের শীতকালীন ঐতিহ্যবাহী দুধ চিতই পিঠা যদি কেউ সার বছর খেতে চান তাহলে যোগযোগ করুন এই নম্বরে--
বেশি খাবার খাওয়ার কারণ
মানুষ যখন পরিমাণের চেয়ে বেশি খাবার খায় এর পিছনে কারণ হচ্ছে তার প্রেমহীন মন।
মানুষের বিচার কিন্তু হচ্ছে।সৃষ্টিকর্তা মানুষের মনের খবর জানেন।মানুষের মনের ভালো মন্দ যাচাই করে সৃষ্টিকর্তা প্রতিদিনের কাজকর্ম নিয়ন্ত্রণ করছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন