হাসির কান্ড
এক প্রতিবেশি পেয়ালা ভর্তি কাঠালের কোষ নিয়ে আসলে গৃহকর্ত্রী তা ডাইনিং টেবিলে রাখলে গৃহকর্ত্রীর মেয়ে তা খাওয়া শুরু করে।তারপর মা যখন কাঠাল খাওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন মেয়ে বলে, "
তুমি যদি এই কাঠাল খাও তোমার গুনাহ হবে। কারণ অন্যদিন যখন আরেক প্রতিবেশি তোমাকে কাঠাল দিতে এসেছিল তুমি কাঠাল ফিরিয়ে দিয়েছ।
জেনে রাখো, কেউ যদি কোন কিছু শখ করে দিতে চায় তা ফেরত দেওয়া ঠিক নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন