প্রথমজন ঃ এই যে আমি তোর গাছের ডাল ভেংগেছি।
দ্বিতীয়জন ঃঐ দেখো আম্মু, প্রতিদিন আপু আমার গাছের ডাল ভাঙ্গছে।
প্রথমজন ঃএই হলুদ মরা ডাল গুলো তো নিজে নিজেই ভেঙ্গে পড়ে যায়। আমি ডালগুলো ভাঙ্গি ও না।শুধুমাত্র ধরি আর ডাগলগুলো গাছ থেকে খুলে আসে।
তৃতীয়জন ঃ যাই হোক মরা ডালগুলো ভেঙ্গে তুই কেন শুধু শুধু আসামী হবি। গাছ তো ওর। ও দেখতে চায় কয়টি মরা ডাল গাছের নিচে পড়ে থাকে।
দ্বিতীয়জন ঃআর গাছের ডাল ভেঙ্গো না (মুখ ভার করে)।
প্রথমজন ঃ তুই অনেক বেয়াদব হয়ে গেছিস। কিছু বলি না তো। মুখের উপর কথা বলে। এখন থেকে ছাড় দিয়ে দিলে বড় হলে মাথায় উঠে যাবে (প্রচন্ড রাগ হয়ে)।
প্রথমজনের কথা শুনে দ্বিতীয়জন ও তৃতীয়জন চুপ হয়ে গেছে। এখন যে কোন কথা বললেই বেয়াদবী মনে করে তার রাগ আরো বেড়ে যেতে পারে - এই ভেবে দ্বিতীয়জন চুপ হয়ে গেছে।আর প্রথমজনের বিপক্ষে কোন যুক্তি দেখালে তার রাগ আরো বেড়ে যেতে পারে বলে তৃতীয়জন চুপ হয়ে গিয়েছে।
ছোটখাটো আচরণেই পশুত্বের চিহ্ন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন