মানসিক স্বাস্থ‍্য সমস‍্যা একদিনে তৈরি হয় না। পারিপাশ্র্বিক আচরণ থেকেই মানুষ এই রোগে আক্রান্ত  হয়।এ রোগটা হওয়ার পরে মানুষ বুঝতে পারে, যদি ঐ সময় রোগীর সাথে    এরকম আচরণ করতাম তাহলে হয়তো রোগীটার মানসিক রোগ হতো না। তাই মানসিক রোগ থেকে মানুষকে মুক্ত রাখার জন‍্য এই রোগ সম্পর্কে সচেতনেতা তৈরি করতে হবে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ