শিক্ষার উন্নয়ন  মানেই শিক্ষকদের জীবনমানের উন্নয়ন।  আগে ছাত্ররা পড়াশুনার যে কোন সমস‍্যা সমাধানের জন‍্য স্কুল ক্লাসের উপর শতকরা  একশত ভাগ নির্ভর করত।আজ ছাত্রদের নির্ভর করতে হয় কোচিং ক্লাস, গৃহ শিক্ষকের উপর। আর স্কুল ক্লাস তো  দরখার শুধু উপস্থিতির জন‍্য।এই অসুস্থ পড়াশুনার হাত থেকে ছাত্রদের বাচানোর জন‍্য শিক্ষকদের যথেষ্ট বেতন বৃদ্ধির খাতে সরকারের বাজেট বরাদ্দ করা উচিত।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ