গবেষণায় ব্যর্থতা

বাবামা যদি বুঝতে পারতো তাদের মেয়ে কেন নিজ ক্লাশের চেয়ে এক ক্লাশ উপরে পড়তে চায় তাহলেমেতেটি আজ চরম মানসিক রোগীতে পরিণত হতো না। মেয়েটি  ছেলেটিয় ভালোবাসা পাবার জন্য সেই ছেলের ক্লাশ ধরার জন্য ঐএক ক্লাশ উপরে পড়তে চেয়েছে। কিন্তু এক ক্লাশ উপরে উঠিয়ে দিয়েও কাজ হয় নি। মেয়েটি ছেলেটির ভালোবাসায় সাাড়া না পেয়ে অসুস্হ হয়ে যায়।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ