ওরে ও মন ওরে ও মন

তুই কেন হলি এমন।

 হয়ে তুই হীরার খনি

কেন মরিস তুই 

হয়ে পথের ভিখারী।।।

ওরে ও মন

দেহের ভিতর তোর

সদাই স্হায়ী আবাস।

তবূ কেউ পারে না করতে

গ্রহণ তোর সুবাস।।

তোর কারণেই মানুষ

হয় অধম উত্তম।

তবু কেউ পারে না করতে

তোর ঠিক মূল্যায়ণ।।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ