একতরফা ভালোবাসার পরিণাম

স্কুলপড়ুয়া এক মেয়ে স্কুলের একটি ছেলেকে মনেে মনে ভালোবাসতো।  ছেলেটির স্কুল ছুটি হতো  বিকেল চারটায়।আর মেয়েটির স্কুল ছুটি হতো দুপুর বারটায়। ছেলেটাকে  এক নজর দেখার জন‍্য মাঝে মাঝে সে বিকেল সাড়ে চারটায় বাসায় যেতো।এই সময়টাতে সে নানুর বাসায় থাকতো। বাবামা জানতো নানুকে দেখার জন‍্য সে নানুর বাসায় যেতো। অবশেষে ছেলেটির কাছ থেকে সাড়া না পেয়ে সে মারাত্মক মানসিক রোগীতে পরিণত হয়।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ