শিশু শিক্ষার্থীরা ও যে হতাশায় ভোগে তা নিয়ে শিক্ষক ও বাবা মায়ের সতর্কতা গড়ে তুলতে হবে।

যখন একজন শিক্ষার্থী ছাড়া ক্লাসের সবাই কোচিং এ পড়ালেখা করে তখন  একজন শিক্ষার্থীর মধ‍্যে স্বাভাবিকভাবেই হতাশা কাজ করতে পারে। বাবা মাতো  টাকা পয়সার অভাবে তাকে কোচিং এ পড়াতে পারছে না। এক্ষেত্রে ক্লাশের শিক্ষকেরা যদি  একজন শিক্ষার্থীর প্রতি এভাবে কথা বলে, তুমি বাসায় ঠিকমতো পড়াশুনা করো, তোমার কোন সমস‍্যা হবে না। তবেই হয়তো ঐ শিক্ষার্থীর হতাশা দূর হতে পারে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ