নির্যাতীত নারীর গল্পঃ

একজন পঞ্চান্ন বছর বয়সের নারী তার প্রতিবেশী ভাইয়ের কাছে বলে,"আমি বড় বিপদে আছি, আমাকে কিছু পরামর্শ দেন।আমি স্বামী, সন্তান  দ্বারা যে কোন সময় খুন হয়ে যেতে পারি। আমি যদি জান বাচানোর জন‍্য বাপের বাড়ি চলে যাই তাও আমার নামে বদনাম করবে যেমন বলবে, ঘরের সব টাকাপয়সা স্বর্ণালংকার নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছি।" ভাইয়ের পরামর্শ হচ্ছে,"আপনি আপনার ভাইকে দুইজন সভাপতি নিয়ে এসে আপনাকে  বাপের বাড়ি নিয়ে যেতে বলুন।"


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ