অনুসন্ধানে ব্যর্থতা
মেয়েটি মাঝে মাঝে স্কুল ছুটি হলে দুপুর বারোটার পরিবর্তে বিকেল চারটায় ভেনগাড়িতে আসতো ।এই সময়ে সে স্কুলের কাছে নানুর বাসায় থাকতো ।
কিন্তু যে ছেলেকে সে ভালোবাসতো সে ছেলেকে এক নজর দেখার জন্য সে চারটার ভেনগাড়িতে আসতো।
অথচ বাবা মা জানতো সে নানুর বাসায় থাকার জন্যই চারটার সময়ের ভেনে বাসায় আসতো। ছেলেটির কাছে সাড়া না পেয়ে মেয়েটি চরম মানসিক রোগীতে পরিণত হয়।
স্কুল ছুটির পরে সে রিক্সায় আসতো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন