বড় ভাই কানাডা থেকে বাংলাদেশে আসার আর সাতদিন বাকি। ভাইয়ের জন‍্য সাতদিন আগ থেকেই সমুচা,  পাটিসাপটা পিঠা বানানোর জন‍্য দুধের ক্ষীর বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে।

যে  সমস্ত খাবার তাৎক্ষণিকভাবে  বানিয়ে খাওয়ানো সম্ভব  নয়,  বড় ভাইয়ের জন‍্য ছোট বোন সে সমস্ত খাবার চারদিন আগে  থেকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ