প্রেমে থাকলেও

হাসি কান্না।

থাকতে পারে না

 কোন ব‍্যর্থতা।

প্রেমেরই কাজ

 তৈরি মানবতা।

কিছু কিছু হাসি 

বেচেঁ থাকার বাশিঁ।

কিছু কিছু  কান্না

জীবনের মানে চেনা।

কিছু ব‍্যর্থতা

মনেরই শুদ্ধতা।

কিছু মানবতা

প্রেমিকের নমুনা।

কিছু কিছু হাসি।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ