করে যত গন্ডগোল
সেতো মানুষের মন
দোষ করার জায়গা
সেতো মানুষের চিন্তা
শুধু শুধু হয় আসামী
মানুষের নামখানি।।
প্রেমের আবাসন
না হলে খাটি রতন
নিঃশ্বাসের চলাচল
হবে যে রোগে দূষণ।।
স্বভাব করতে দমন
করতে হয় বারণ
রিপুর জ্বালাতন
খাবারের প্রলোভন।.
স্বভাব দমন করার জন্য বারণ করতে হয়।
সে শুধু শুধু আসামী হয়।
যত গন্ডগোল করে মানুষের মন।
যত গণ্ডগোল সে করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন