হৃদয় ঘষামাজা ছাড়া

প্রেমের কাজ তো কিছু না

চোখেরই জল ফেলিও না

স্বপ্ন ভংগ নিয়া।

সাধকেরা করে সাধন

করিতে হৃদয় নয়ন

হৃদয় না হলে নয়ন খোলা

অসাড় হয় যে প্রেমের ভাষা।

প্রেমের গন্ডি

স্বার্থে থাকলে বন্দী 

কখনো হয় কি হয় কি

বিধাতার সাথে সন্ধি।

কখনো কি ঘটে ইহা।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ