# ভালোবাসার # সময়--   ছয়/ সাত বছরের  একটি শিশুকে পড়ানোর সময় শিশুটি একটু পড়া না পারলেই যদি তার মা তাকে ধমকায়  তখন পড়া শেষ হয়ে গেলেও  শিশুটি পড়ার টেবিলে বসে থাকে একটু আদর পাবার আশায়। কিন্তু প্রতিদিন যদি শিশুটি ধমক খায় তাহলে সে   আদর  পাবার আশা না করে ধীরে ধীরে বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যাবে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ