বৈশাখি পোষাক কিনতে বার বার  টাকা চেয়ে আপনাকে বিরক্ত করার জন‍্য যে শিশুটিকে আপনি পিটিয়েছেন ও কাঁদিয়েছেন, সেই  টাকাই আপনাকে কাঁদাবে। টাকা থাকবে, আপনার শিশু থাকবে না। সুতরাং শিশুকে মানুষের মত মানুষ করতে প্রথমে আপনার রাগ, ক্রোধ সামলান।

যে  টাকার কারণে আপনি আপনার শিশুকে পিটিয়েছেন ও কাঁদিয়েছেন সেই টাকাই একদিন আপনাকে কাঁদাবে

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ