হউন অনুসন্ধানী বাবা মা----একবার সপ্তম শ্রেণির এক ছাত্রী  তার বাবাকে নিয়ে ছুটির দিন সকালে প্রায়ই একটি জায়গায় সাইকেল চালাতে যেতো।তখন তার বাবার মনে কোন প্রশ্ন  জাগে নি। কিন্তু মেয়েটি দুই বছর পর যখন ডিপ্রশনে ভুগে তখন এর কারণ হিসাবে জানতে পারে,  সে সাইকেল চালানো এলাকার একটি ছেলেকে মনে মনে ভালোবেসেছে। সেই ছেলের কাছ থেকে কোণ সাড়া না পেয়ে সে ডিপ্রশনে ভুগছে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ