শেষ পর্যন্ত ক্রোধের পতন হলো। শান্তি ফিরে আসলো। মা তো টেনশনে আছে কখন বাবা ও মেয়ের মাঝে ক্রোধটা কমবে।
এমন সময় মেয়ের মায়ের কাছে মেয়ের বাবার ফোন আসল।ফোনে বাবা মেয়ের খোজখবর নেয়।তখন মা বুঝতে মেয়ের প্রতি বাবার ক্রোধের বরফ গলতে শুরু করল। মা যেন নিজের মনের কথা বলার পরিবেশ পেলো। মা তখন মেয়ের বাবাকে এমনিই বলে, "তুমি ঘরের পরিবেশ নষ্ট করে দিয়েছো।"
বড়দের রাগ কমলেই ছোটদের রাগ কমে যায়।
আগে বড়দের রাগ কমতে হয় তারপর ছোটদের রাগ কমে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন