আজ এক মা তার মেয়েকে বলছে, তুই তোর মতামতকে উপরে রাখার জন্য সব আত্মীয় স্বজনের দাওয়াত বাতিল হয়ে গেলো।

"তোর খালা সব আত্মীয়কে দাওয়াত দেয়ার জন্য শুক্রবার দিন ঠিক করলো। তুই কি করলি? তোর মতামতকে উপরে রাখার জন্য তোর ঠিক করা দিনে দাওয়াত দিতে বললি।এখন তোর ঠিক করা দিনে কেউ তোর খালামনির বাসায় আসতে পারবে না বলে দাওয়াত বাতিল হয়ে গেলো।  নিজেকে বড় ভাবার ফল  এমনই হয়।"

 নিজেকে বড় মনে করার  ফল  এমনই হয়।

 নিজেকে বড় ভেবো না।

 সবসময় তোমার পক্ষের মানুষ বাবার উপস্থিতিকে গুরুত্ব দেয় না। তারা মনে করে, বাবার জন্য বাসায় খাবার পাঠালেই হবে। এছাড়া  আমার খালা কি খালু ছাড়া কোথায় যায় দাওয়াত খেতে?

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ