অহংকারের পতন আছেই।বৃদ্ধ মা তার বংশ নিয়ে অহংকার করেছিল। সে বলেছিল, তার বংশের মেয়ের মানায় না এক ছেলের ঘর থেকে আরেক ছেলের ঘরে হেটে হেটে খেতে যাওয়া।আজ দশ বছর হলো, বৃদ্ধ বাবা মা এক ছেলর বাসা থেকে আরেক ছেলের বাসায় হেটে হেটে খেতে যাচ্ছে।
মানুষের বয়স যদি একশতও হয় তাও মানুষের অহংকার যাবে না যদি সে সাধনা না করে।
য়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন