আত্মীয়তার বন্ধন---প্রথম  রোজার দিন  সকাল  এগারটা থেকে চুলায় গ্যাস নেই। গ্যাসের অপেক্ষা করতে করতে পৌনে ছয়টা বেজে গেছে।ছয়টা বিশে ইফতার।ছেলের পেট খারাপ। বাইরের খাবার খাওয়া যাবে না। উপায় না দেখে  বড় বোন ছোট  বোনকে ফোনে জানালো, "সারাদিন গ্যাস না থাকার  কারণে   আমি ভাত,  তরকারী  রাননা করে করতে পারি নি, তুই সন্ধার পর খাবার পাঠিয়ে দিস।" তারপর ছোটবোন কথামতো খাবার পাঠিয়ে দিল। এই হলো আত্মীয়তার বন্ধন। এই বন্ধনে আল্লাহ  খুশী থাকে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ