দশ রোজার দিনে মা তার মেয়েকে ফোনে বলে, " কি খবর, তোর ভাই বলে যে তুই প্রথম রোজায় ওকে দাওয়াত দেয়ার কথা বলেছিলি। এখন রোজার দশ দিন হয়ে গেলো দাওয়াতের কোন খবর নেই।" মেয়েটি খুশিমনে বলে, " ওকে আগে আগে দাওয়াতের খবর না দিয়ে ভালো হয়েছে। দাওয়াতের খবর না দেওয়াতে বুঝতে পারলাম ওর দাওয়াত খাওয়ার ইচ্ছা আছে। ওতো বলেছে প্রথম রোজায় আসতে পারবে না।ও যেদিন আসতে পারবে তার দুদিন আগে ও আমাদের জানাবে। এছাড়া গত সপ্তাহেে আমাদের বাসায় গ্যাস ছিল না। এ সপ্তাহে ওর দুলাভাই গ্রামে থাকবে।
মেয়েটি বলে, দাওয়াত না দেওয়ার পিছনে অবশ্যই কিছু কারণ আছে।
এর পরের সপ্তাহে আমাদের বাসায় দাওয়াত দেয়া হবে।.
আমার ভাইকে যখন প্রথম রোজায় আসার কথা বলি তখন সে নিজেই বলে, ঐদিন সে আসতে পারবে না।এখন মায়ের কাছে অভিযোগ করে বলে, আমাদের নাকি তাকে দাওয়াত দেয়ার খবরই নেই। আমার ভাইয়ের ভিতরে এক, বাইরে আরেক।
সে বলল যে যখন সে আসবে আমাকে জানাবে।
অথচ এখন সে অভিযোগ করছে, আমরা তাকে দাওয়াত দিচ্ছি না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন