কিশোর কিশোরীদের কথা শুনুন----- শহরের একজন  স্কুল ছাত্র দুঃখ করে বলে, কে শুনবে আমাদের কষ্ট? বিকাল বেলা খেলার মাঠের অভাবে খেলতে না পেরে আমাদের মন ছটফট করে। পড়াশুনার জন্য গ্রামে যেতে পারি না। যদি সমভব হতো, শহুরের স্কুলটা মাথায় করে নিয়ে খেলার জন্য গ্রামেই থেকে যেতাম।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ