মনের মতো বাবা ------ একদিন দেখি সদ্য অনার্স মাষ্টার্স পাশ করা একটি মেয়ে নীরবে তার চোখের জল মুছছে। আমি তার কাননার কারণ জিজ্ঞাসা করতেই সে বলে, "আমার বাবা কখনো আমাদের সুবিধা অসুবিধা বুঝতে চায় না।একটি মানসিক চাপে থাকি সবসময়। বাবা যদি আমাদের মতামতকে গুরুত্ত্ব তাহলে কোন কষ্ট থাকতো না আমার।"যদি আমার বাবা আমার মতামতকে গুরুত্ব  দিতো।তার  চলে যাবার কারণ আমি জানি না।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ