#Good or bad# parenting-- আমাদের ছেলে ননবম শ্রেণির ছাত্র রাত সাড়ে তিনটায় রমজানের সেহরী খেতে উঠে আর ঘুমাতে চায় না।সে যুক্তি দেখায়, এখন না পড়লে তার সিলেবাস শেষ হবে না, দিনে তো পড়ার সময় নেই।আমরা তাকে বুঝালাম, বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মাত্র সাড়ে তিন ঘণ্টা ঘুমিয়েছো।এই সামান্য ঘুম শরীর সুস্থ থাকার জন্য যথেষ্ট নয়।আগে সুস্থ শরীর, তারপর লেখাপড়া।আমরা তাকে বুঝাতে চেষ্টা করি। না ঘুমিয়ে লেখাপড়া করো।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন