সংলাপের শুদ্বতা, অশুদ্বতা

 একটি ঢ্রয়িং রুমের তিন দিকের তিনটি সোফায় মা,  মেয়ে  ও মায়ের কেয়ার টেকার বসে আছে। মা, মেয়ে কথা বলছে আর কেয়ার টেকার মাথা নীচু করে বসে আছে।  মা কেয়ার টেকারের শাড়ির  দিকে আঙ্গুল দেখিয়ে আস্তে করে মেয়েেকে বলে, "আমার ছেলের বউ আমাকে ঐরকম নিচু মানের শাড়ি দিয়েছে।"  এখানে সামনা সমনি  কেয়ার টেকারকে লক্ষ্য করে এমন তুচ্ছতাচ্ছিল্য  সংলাপ  বলা কি ঠিক হয়েছে?

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ