চর্ম চোখের বড়াই 

কেউ করো না ভাই

যে চোখ দিয়ে যায় না চিনা 

জীবনের সত্যমিথ্যা।।

প্রেম  হারিয়ে সবাই

তর্ক বনে যাই

ধরা দেয় না হৃদয়ে তাই

মহাপ্রেমিক সাইঁ।।

দুনিয়ার যত বিদ্যা 

শেষ হয় যেখানে 

বিধাতা চিনার বিদ্যা

সবে শুরু সেখানে।।

কেউ কিছু কইরো না, ভাই

যে চোখ দিয়ে যায় না জানা।

দুনিয়াতে যত বিদ্যা আছে।

প্রেম হারাইয়া  আমরা সবাই

তর্ক বনে চলে যাই।

বিধাতা জানার বিদ্যা।

দুনিয়ার যত শত বিদ্যা।

তাই বিধাতা আমাদের অন্তরে ধরা দেয় না।

প্রএম হারাইয়া সবাই।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ