মৃত্যূর বৈধতা- মৃত্যূর ও ভালো মন্দ আছে।কারো অদৃশ্যে কেউ যদি ছয় তলা ছাদ থেকে পড়ে মারা যায় তাহলে সন্দেহ জাগে -- এটা কি আত্মহত্যা নাকি দৃর্ঘটনাবশত মৃত্যূ।অবশ্যই এই ধরণের মৃত্যূর বৈধ মাপকাঠি আছে।যদি ছাদ থেকে পড়ে কারো দুই/ তিন ঘণ্টা জ্ঞান থাকে এবং পাশের সবাইকে বলে যায় যে সে বসতে যেয়ে পড়ে গেছে তাহলে এই মৃত্যূ হবে বৈধ মৃত্যূ। করো অদৃশ্যে ছাদ পড়া মৃত্যূর বৈধ মাপকাঠি আছে।ছাদ থেকে পড়ে যাওয়া মৃত্যৃ।ছাদের কিনারে বসার সময় সে পড়ে গেছে।যদি তার দুই / তিন ঘণ্টা হুশ থাকে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন