#ইফতারের #প্রিয় #মেন্যু---  আজ  রোজার  পঞ্চম দিনে ইফতারিতে কেউ খাবে বিভিন্ন  ফল মিশানো আইসক্রিম  কারণ আইসক্রিম  ছাড়া তার কলিজা ঠাণ্ডা হবে না।  কেউ খাবে  চিকেন রোষ্ট, পোলাও কারণ এই খাবার ছাড়া তার জিহবা তৃপ্তি পাবে না।  আর কেউ খাবে ছোলা মুড়ি । কেউ খাবে ভাজা পোড়া যতই থাক ডাক্তারের নিষেধ। বেলের শরবত সবাই খাবে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ