কৈশোরকালীন প্রেম হচ্ছে একটি মহামারী যেটার প্রতিষেধক তৈরি করা উচিত।এটার একমাত্র প্রতিষেধক হচ্ছে কৈশোরকালীন প্রেম সম্পর্কে বাবা মা এর সতর্ক থাকা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সতর্ক করবে? সন্তান যাতে মানসিকভাবে কৈশোরকালীন প্রেমে জড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে প্রতিদিন সংবাদের মতো সতর্কবাণী বিশ্বব্যাপী প্রচার করা উচিত।
একটি সতর্কবাণী: জন্ম থেকে কৈশোরকালীন সময় পর্যন্ত শিশুদের জীবন গঠনের গুরুত্ত্বপুর্ণ সময়।এই সময়ে যে সমস্ত বাবামা শিশুদেরকে ভালোবাসা দিতে পারে সে শিশুরাই মানুষের মতো মানুষ হয়।
আরেকটি সতর্কবাণী: শিশুদের সমস্যাকে অবহেলা করবেন না। তাদেরকে হাসিখুশি রাখুন। যদি হাসিখুশি না থাকে তাহলে অনুসন্ধান করুন।
এই সময়ে তাদেরকে ভালোবাসা দিন।তা না হলে তারা ক্ষতিকর কৈশোরকালীন প্রেমে জড়িয়ে পড়বে।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে প্রতিষেধক তৈরি করা যায়?
আপনারা বাবা মায়েরা ছেলেমেয়েদেরকে খুশি করার জন্য নিজ থেকেই তাদের পছন্দের খাবার ও পোষাক কিনে দেন যাতে কৈশোরকালীন সময়ে অন্যদিকে নজর না যায়
সন্তানদেরকে এমনভাবে ভালোবাসুন যাতে সন্তানেরা তাদের প্রিয় মানুষ হিসাবে বাবা মায়ের নাম উল্লেখ করে।
ক্ষতিকর কৈশোরকালীন প্রেম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন