খেলার মাঠের ম্বপ্ন-- শিশু কিশোররা চার দেয়ালে বন্দি থেকে শুধু আফসোস করে বলতে থাকে, "আহা যদি আমাদের ঘরের সামনে একটি খেলার মাঠ থাকতো, কত মজা হতো "। শিশুদের সুন্দরভাবে বেচে থাকার জন্য শিক্ষা, বাসস্থান, করোনা টিকার মতো খেলার মাঠও জরুরী তা কেন কেউ বুঝে না। আমার ছেলে তো খেলা করার জন্য যদি সমভব হতো স্কুলটা মাথায় করে নিয়ে গ্রামেই থেকে যেতো।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন